Sharing is caring!
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের স্নানঘাট বাজারে লাল তীর সীড কোম্পানি লিমিটেডের উদ্যোগে আজ (১৯ অক্টোবর) বিকাল ৪টায় নতুন মোটা ধানবীজ ‘সুপার-৬০’ নিয়ে এক কৃষক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি অনুষ্ঠিত হয় স্থানীয় ধান ও চালের খুচরা ও পাইকারি বিক্রেতা, লাল তীরের রিটেইলার মেসার্স চৌধুরী ট্রেডার্স-এর প্রোপ্রাইটর আব্দুল মোতাব্বির চৌধুরী (ফারুক) দোকানে স্নানঘাটবাজার প্রাঙ্গণে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল তীর সীড কোম্পানির ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল তীরের ডিলার খন্দকার ট্রেডার্স-এর প্রোপ্রাইটর জনাব খন্দকার ফজলু মিয়া (লকাই), রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ গোলাম আজম, টেরিটরি ম্যানেজার মো. সোহেল রানা, এবং অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ম্যানেজার মো. সারওয়ার হোসাইন।
সভায় স্থানীয় কৃষক, ধান বিক্রেতা, খুচরা ও পাইকারী ধান ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা নতুন হাইব্রিড মোটা ধানবীজ ‘সুপার-৬০’ এর বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন।
ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী বলেন,
“সুপার-৬০ ধান আগাম পাকে, ফলে বন্যা বা প্রতিকূল আবহাওয়া শুরু হওয়ার আগেই ধান কাটা যায়। গাছের কান্ড শক্ত হওয়ায় সহজে হেলে পড়ে না। ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু।”
তিনি আরও জানান, এই জাতের ধানের জীবনকাল প্রায় ১৪০ থেকে ১৪৫ দিন, এবং একরপ্রতি ফলন ১২০ থেকে ১২৫ মণ পর্যন্ত হতে পারে।সভায় বক্তারা আরও বলেন,
“লাল তীর সীড কোম্পানি কৃষকদের পাশে থেকে উন্নতমানের বীজ সরবরাহ করছে। নতুন ‘সুপার-৬০’ জাতটি কৃষকদের মধ্যে নতুন আশার দিগন্ত উন্মোচন করেছে।”
সভায় সভাপতিত্ব করেন মেসার্স চৌধুরী ট্রেডার্স-এর প্রোপ্রাইটর আব্দুল মোতাব্বির চৌধুরী ফারুক।
সমাপনী বক্তব্যে ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী বলেন,“সেরা বীজে সেরা ধান— লাল তীর সীড কোম্পানি সর্বদা কৃষকের আপনজন হয়ে পাশে থাকবে।”