আজ বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘা প্রেসক্লাবে জনকল্যাণে কার্যকর ভুমিকা নিয়ে মত 

editor
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫, ০৫:০৭ অপরাহ্ণ
বাঘা প্রেসক্লাবে জনকল্যাণে কার্যকর ভুমিকা নিয়ে মত 

Sharing is caring!

Manual8 Ad Code
দোয়েল,বাঘা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর  বাঘা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকের সাথে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) ।
মঙ্গলবার(২১ আক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় বাঘাএ প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন, বাঘা  প্রেসক্লাবের আহ্বায়ক, প্রবীণ সাংবাদিক  আব্দুল লতিফ মিঞা।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি,বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান,(আছাদ) উপজেলা নির্বাচন কর্মকর্তা  দোলন কান্তি চক্রবর্তী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) শাম্মী আক্তার বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা দায়িত্বশীলভাবে কাজ করলে দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন,  জনগণের সমস্যা অভিযোগ ও প্রত্যাশা সাংবাদিকদের মাধ্যমেই প্রশাসনের কাছে দ্রুত পৌঁছে যায়। তাই গঠনমূলক সংবাদ ও ইতিবাচক সমালোচনার মাধ্যমে সমাজের পরিবর্তন আনা সম্ভব।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান , অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিক নুরুজ্জামানের সঞ্চলনায়  বক্তব্য রাখেন, আসলাম আলী, আশরাফুল ইসলাম, আমানুল হক আমান, গোলাম তোফাজ্জল কবীর মিলন। সাংবাদিকরা দেশ ও জনকল্যাণে, নাগরিক সেবার বিভিন্ন দিক তুলে ধরেন।
উপস্থিত ছিলেন, সাইদুর রহমান, লালন উদ্দিন, ফজলুর রহমান মুক্তা, সুব্রত কুমার, আব্দুল হামিদ মিঞা, মোস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, নাহিদ ইসলাম, মোঃদোয়েল মোল্লা প্রমুখ।
Manual1 Ad Code
Manual6 Ad Code