Sharing is caring!
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া আল-আকসা মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে মাদ্রাসার অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু তাহের।
মাদ্রাসার সিবিয়র শিক্ষক ফারহান মাহাবুব মিজান এর সঞ্চালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মাহবুবুর রহমান। আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি রফিক দিদার, দৈনিক খোলা কাগজ পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি ফাহাদ চৌধুরী, বদিউর রহমান মার্কেটের ব্যবসায়ী ও সমাজসেবক ফরিদুল আলম, আল আকসা ফাউন্ডেশনের সদস্য আবু তাহের, অভিভাবক সদস্য শামসুল আলম প্রমূখ।
শেষে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতকার্যদের পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।