Sharing is caring!
তাপস দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
শ্রীমঙ্গলের পর্যটনসেবায় যুক্ত উদ্যোক্তাদের সংগঠন ‘পর্যটন কল্যাণ পরিষদ, রাধানগর, শ্রীমঙ্গল’-এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে সংগঠনের নতুন নাম হবে ‘Radhanagar Tourism Entrepreneur Association (RTEA)’, যার বাংলা রূপ ‘রাধানগর পর্যটন উদ্যোক্তা সমিতি’।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সংগঠনের নাম পরিবর্তনের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের অবগত করেন। বুধবার (২৯ অক্টোবর) সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান তাঁরা।
সভায় জানানো হয়, সমবায় অধিদপ্তরের নিবন্ধন প্রক্রিয়ার সময় পূর্বের নামটি নিবন্ধনের জন্য উপযোগী হিসেবে সংগঠনের কাছে বিবেচিত হয়নি। তাই সংগঠনের উদ্দেশ্য, কাঠামো ও কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নাম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠন সংশ্লিষ্টদের মতে, নতুন নাম আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচিতি দেবে এবং ভবিষ্যতে পর্যটনসেবা, প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন ও ভ্রমণবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজকে আরও সুসংগঠিত করবে।
এ ছাড়া উক্ত সভায় সংগঠন কার্যক্রমে গতিশীলতা আনতে আরও কয়েকটি প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
সিদ্ধান্তের বিষয়ে কার্যনির্বাহী পরিষদের সভাপতি কুমকুম হাবিবা বলেন, “পর্যটন খাতে স্থানীয় উদ্যোক্তাদের নেটওয়ার্ক তৈরি ও পর্যটনবান্ধব পরিবেশ গড়তে আমরা দীর্ঘদিন কাজ করছি। নতুন নাম গ্রহণের মাধ্যমে সংগঠনের পরিচিতি ও কার্যধারা আরও সুস্পষ্ট হলো। ভবিষ্যতে সদস্যদের নিয়ে পর্যটন উন্নয়নে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হবে।”
এদিকে নতুন নাম অনুযায়ী সংগঠনের সকল চিঠিপত্র, নথি ও আনুষ্ঠানিক কার্যক্রম পর্যায়ক্রমে হালনাগাদ করা হবে।