Sharing is caring!
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সংগঠন যুব জামায়াতের উদ্যোগে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ০৬ নভেম্বর ২০২৫) বাদ মাগরিবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বেকড়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আব্দুস সবুর মিয়া এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো.ফেরদৌস মিয়া
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেকড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো.শামসুল হক ও সেক্রেটারি মাওলানা মো.ছামিনুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, দেশের যুব সমাজ আজ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আদর্শিক ও নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। বক্তারা যুব সমাজকে ইসলামী আদর্শ, চারিত্রিক উৎকর্ষতা ও সমাজসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন যুব জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা পর্ব শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।