আজ রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তারুণ্যের শক্তি, সুস্থতা ও প্রাণচাঞ্চল্যের বিকাশে সবসময় পাশে আছে: সারওয়ার আলম 

editor
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ণ
তারুণ্যের শক্তি, সুস্থতা ও প্রাণচাঞ্চল্যের বিকাশে সবসময় পাশে আছে: সারওয়ার আলম 

Sharing is caring!

Manual8 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় “পর্যটনে তারুণ্য উৎসব “২০২৫ উপলক্ষে সিলেটে সাইকেলিং ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন।
শনিবার (৮ নভেম্বর) সকালে নগরীর সারদা হলের সামনে কিনব্রীজ এর নীচে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসেন সিংহের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) নুরের জামান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক বোরহান উদ্দিন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের  সভাপতি হুমায়ুন কবির লিটন,সাংবাদিক গোলজার আহমেদ হেলাল।
সিলেট সাইকেলিং কমিউনিটির সহযোগিতায় কিন ব্রীজ থেকে লাক্কাতুলা চা বাগান পর্যন্ত সাইকেলে রেলি অনুষ্ঠিত হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে ভলেন্টিয়ার অফ বাংলাদেশ ,সিলেটের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিডি ক্লিন বাংলাদেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য পর্যটনে তারুণ্য উৎসব ২০২৫ এর উপলক্ষে সিলেটে পর্যটন বিষয়ে ইনোভেটিভ আইডিয়া হ্যান্ডিং, লুডু প্রতিযোগিতা, পর্যটন আকর্ষণে ফটো এবং ভিডিওগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
Manual1 Ad Code
Manual6 Ad Code