ব্রাক স্বাস্থ্য কর্মসূচির আওতায় চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রমা সেন্টারে একটি ডিজিটাল এক্সরে মেশিন স্হাপন করা হয়েছে।বুধবার (১২ নভেম্বর) দুপুরে এক্স-রে মেশিন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে এক্স-রে মেশিন না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের ভোগান্তি পোহাতে হতো। ডিজিটাল মেশিনটি উদ্বোধনের মাধ্যমে চিকিৎসা সেবায় লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একধাপ এগিয়ে যাওয়ার পাশাপাশি উপজেলাবাসীসহ আশপাশের উপজেলার মানুষের স্বপ্নপূরণ হয়েছে।
এসময় উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এসএম ছলিম উদ্দিন চৌধুরী খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান, পদুয়া ইউনিয়ন জামায়াত ইসলামী আমীর মাওলানা হামিদুর রহমান, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, ডা. নুসরাত জাহানসহ অনেকে উপস্থিত ছিলেন।