Sharing is caring!
উৎফল বড়ুয়া, সিলেট:
সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব ফিরে ফেলেন নাসিম হোসাইন। তার প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদের স্থগিততাদেশ প্রত্যাহার করেছে দলটি।
নাসিম হোসাইনের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ প্রত্যাহারের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।এ ব্যাপারে নাসিম হোসাইন বৃহস্পতিবার আমাদের সিলেট প্রতিনিধিকে বলেন, আমি আগেই সভাপতি ছিলাম।
কেবল দায়িত্বে ছিলাম না। এখন দায়িত্ব ফিরে পেয়েছি।কাউন্সিলের মাধ্যমে মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছিলেন নাসিম হোসাইন। তবে গতবছরের আগস্টে পর তার পদ স্থগিত করে মিফতা সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
জুলাই-আগস্টের আন্দোলনে নাসিম দেশের বাইরে অবস্থান করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো বলে জানা গেছে।