আজ শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, সেটিই আমাদের রাজনীতির প্রেরণা -চাঁদ

editor
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৫, ০২:০১ পূর্বাহ্ণ
তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, সেটিই আমাদের রাজনীতির প্রেরণা -চাঁদ

Sharing is caring!

Manual5 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ বলেছেন, জাতীয়তাবাদী দল(বিএনপি)’র লোক ১৭ বছর ভোট কেন্দ্রে যাইনি,তারা ভোট কেন্দ্র দেখতেও পাইনি। তাই এবার নির্বাচন নিয়ে কোন চক্রান্ত বিএনপি মেনে নিবেনা। এদেশের মানুষকে নির্বাচন থকে পেছনে সরানো যাবেনা। ভোট নিয়ে যারা চক্রান্ত করছেন তাদের উদ্দেশ্য বলেন, প্রধান উপদেষ্টা ইউনুস সরকারকে ভয় দেখালেও বিএনপির কর্মীকে ভয় দেখাবেননা। আমারা জনগনের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে চাই।
বৃহসপতিবার (২৭ নভেম্বর)  বিকাল ৪টায় ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠে বাঘা পৌর সভার ওয়ার্ড (৭,৮,৯) বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যকালে একথা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ ।
 এসময় তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নের্তৃত্বে ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে। তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, সেটিই আমাদের রাজনীতির প্রেরণা। যদি দেশের উন্নয়ন চান তাহলে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ভোট দিবেন না। তাদের কাছে দেশ নিরাপদ নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক।
সভায় সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সহিদুল ইসলাম।  সঞ্চালনায় ছিলেন ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত হোসেন ও যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি।
সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি -বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম  বাবুল, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ,রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহম্মেদ শামীম,  যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমেদ সালাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব, শ্রমিক দলের নেতা জহুরুল হক পিন্টু।
বক্তব্যকালে তারা  বলেন,তরুনরা  দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন-বাঘা পৌর বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন খান,সাবেক সাংগঠনিক সম্পাদক আফাজ উদ্দীন, যুবদল নেতা আহসান মাহমুদ আজমল, স্বেচ্ছাসেবক দলের নেতা সহিদুল ইসলাম, জুয়েল রানা, মহিলা দলের নেত্রী ফারহানা দিল আফরোজ,সোনিয়া আক্তার শাপলা সহ  বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
Manual1 Ad Code
Manual5 Ad Code