আজ মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহত্তর হোয়ারপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি-চট্টগ্রাম মহানগর এর প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত 

editor
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ণ

Sharing is caring!

Manual4 Ad Code
উৎপল বড়ুয়া,
বৃহত্তর হোয়ারপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি- চট্টগ্রাম মহানগর এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন ২৫ ডিসেম্বর বুধবার, নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ডা. অনিল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চালনয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা সুকুমার বড়ুয়া, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি অঞ্চল কুমার তালুকদার, বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক অনিমেষ তালুকদার, স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া।
স্বাগত ভাষন প্রদান করেন প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র লাল বড়ুয়া, সুখেন্দু বিকাশ বড়ুয়া, বিপ্লব বড়ুয়া বটু, অমলেন্দু বিকাশ বড়ুয়া, অমল কান্তি বড়ুয়া, দিলীপ কুমার বড়ুয়া, অলক বড়ুয়া, অবিনাশ বড়ুয়া, প্রকৌশলী সুমন বড়ুয়া, মৃদুল বড়ুয়া, স্মরণ বড়ুয়া, সৌমেন বড়ুয়া ডিম্পল, সুমন বড়ুয়া আবু, সুমন বড়ুয়া প্রয়াস, নয়ন বড়ুয়া, রনি বড়ুয়া। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ডা. অনিল কান্তি বড়ুয়াকে সভাপতি, অবিনাশ বড়ুয়াকে সাধারণ সম্পাদক এবং অমলেন্দু বিকাশ বড়ুয়াকে অর্থ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ২০২৫-২৭ ঘোষনা করেন প্রধান উপদেষ্টা সুকুমার বড়ুয়া। অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।।
Manual1 Ad Code
Manual6 Ad Code