আজ বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি সবসময় জনগণের পাশে আছে ও থাকবে: মহসিন মিয়া মধু

editor
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৪, ০৫:১৭ অপরাহ্ণ
বিএনপি সবসময় জনগণের পাশে আছে ও থাকবে: মহসিন মিয়া মধু

Sharing is caring!

মো:আফজল হোসেইন, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
“বিএনপি সবসময় জনগণের পাশে আছে ও থাকবে। তারেক রহমানের নির্দেশনায় আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। শীতবস্ত্র বিতরণ কোন দয়া নয়, এটি মানবতার দায়িত্ব।”
শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মহসিন মিয়া মধু এসব কথা বলেন।
দুই উপজেলায় হাজার হাজার দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি।
শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহসিন মিয়া মধু আরও বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দুস্থ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠেছে। এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।”
তিনি জানান, গত কয়েক সপ্তাহ ধরে তিনি শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। এছাড়াও, তিনি শ্রীমঙ্গল শহরে বিনা লাভের বাজার স্থাপন করেছেন, যাতে সবাই সাধ্যমতো দামে খাদ্যসামগ্রী কিনতে পারেন।
এ অনুষ্ঠানে উপস্থিত জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলীসহ অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। তারা সবাই মহসিন মিয়া মধুর এই উদ্যোগকে প্রশংসা করে বক্তব্য দেন।
উল্লেখ্য যে, মহসিন মিয়া মধু ২০০১ সালে মৌলভীবাজার-৪ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। বর্তমানে তিনি মৌলভীবাজার-৪ আসনের জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশী।