আজ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

editor
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ণ
নবীগঞ্জে সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

Sharing is caring!

Manual4 Ad Code
নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ এর উদ্যোগে ১২ টিমের নকআউট ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১লা জানুয়ারি নকআউট ব্যাডমিন্টন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস (রাজু)। অনুষ্ঠানের শুরুতে ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯নং সার্কেলের সরপঞ্চ শ্রীমান সনাতন দাস ও সরপঞ্চ শ্রীমান দীননাথ দাস-এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।
উদ্বোধক রত্নদীপ দাস (রাজু) বলেন, খেলাধুলা যেমন আমাদের শরীরকে ভালো রাখে, তেমনি নিয়মিত খেলার কারণে অনেকে বাজে অভ্যেস থেকেও পরিত্রাণ পাওয়া সম্ভব। তাই ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি ও কর্মজীবী মানুষদের কাজের পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা উচিত। খেলাধুলার মাধ্যমে সকল সামাজিক অবক্ষয়কে দূর করতে হবে।
টাইগার, কাশফুল, বলফুল, রয়েল, লায়ন, সিঙ্গার, মুক্তাহার, স্টার, লিজেন্ড, জোকার, হাঙ্গর, চন্দ্রদীপ নামক ১২ টিমের খেলোয়াড়বৃন্দ টুর্ণামেন্টে অংশগ্রহণ করে।
Manual1 Ad Code
Manual5 Ad Code