আজ শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়া এলডিপি’র দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন

editor
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৫, ০২:১৪ অপরাহ্ণ
লোহাগাড়া এলডিপি’র দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন

oplus_2

Sharing is caring!

Manual5 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় লিবারেল  ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’র) লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন’ চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।
 
উপজেলা গনতান্ত্রিক যুবদলের সভাপতি মোঃ শাহজাদা মিয়া’র সঞ্চালনায় পদুয়া ইউনিয়ন এলডিপির সভাপতি একরাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলী চৌধুরী, দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী চৌধুরী, উপজেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি আহমদ কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল আলম, লোহাগাড়া সদর ইউনিয়ন এলডিপির সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আলম, চরম্বা ইউনিয়ন এলডিপির সভাপতি নাজিম উদ্দীন নজির মেম্বার, আধুনগর ইউনিয়ন এলডিপি সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম প্রমুখ।
 
এসময় পদুয়া ইউনিয়ন এলডিপির একরাম হোসেনকে সভাপতি আলী নেওয়াজ মেম্বারকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ হেলাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন।
 
এছাড়াও গণতান্ত্রিক যুবদলের পদুয়া ইউনিয়ন কমিটিতে মোহাম্মদ ইস্কান্দার সভাপতি, মোহাম্মদ শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে নাম ঘোষানা করা হয়।
 
অপরদিকে গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি নির্বাচিত হন মো. আবদুল্লাহ, সাধারণ সম্পাদক, মোঃ জাহাঙ্গীর আলম।
 
সাহাব উদ্দিনকে পদুয়া ইউনিয়ন গনতান্ত্রিক ছাত্রদলের সভাপতি, মোঃ সালাউদ্দীনকে সাধারণ সম্পাদক ও আরিফুল ইসলাম ইমনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
Manual1 Ad Code
Manual4 Ad Code