আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় সাবেক মন্ত্রীর বিজিএমএ ট্রেনিং সেন্টার ও বাসভবনে হামলা ভাংচুর অগ্নি সংযোগ 

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ণ
বাঘায় সাবেক মন্ত্রীর বিজিএমএ ট্রেনিং সেন্টার ও বাসভবনে হামলা ভাংচুর অগ্নি সংযোগ 

Sharing is caring!


Manual5 Ad Code
দোয়েল, বাঘা,রাজশাহী, প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলমের বিজিএমএ ট্রেনিং সেন্টার ও আড়ানী চকসিঙ্গা বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়াারী-২০২৫) সকাল সাড়ে ১১ টায় পৌরস এলাকার চকছাতারী বিজিএমএ ট্রেনিং সেন্টার এবং বেলা-১২ টার দিকে আড়ানী চকসিঙ্গা বাসভবন বাঙচুর ও অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী  সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার চকছাতারী বিজিএমএ ট্রেনিং সেন্টারে অগ্নিসংযোগ করার পর তারা বেলা-১২টার দিকে মোটর সাইকেল, অটোভ্যানসহ বিভিন্ন যানবাহনে  ৬০ থেকে ৭০ জন লোক আড়ানী বাসভবনের  সামনে এসে জড়ো হন। এ সময় তারা আ’লীগ ও শেখ হাসিনার সরকারের জয়বাংলা শ্লোগান দেন। এক পর্যায়ে ভবনে ভাঙচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করে চলে যায়। পরে আশপাশে লোকজন আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসেক খবর দেন।
এ বিষয়ে বাঘা ফায়ার স্টেশন ভারপ্রাপ্ত অফিসার মিজানুর রহমান জানান, খবর পেয়ে  আমাদের লোকজন আড়ানী বাসভবনে গিয়ে প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। তবে চকছাতারী বিজিএমএ ট্রেনিং সেন্টারে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফলে। ফলে সেখানে যাবার প্রয়োজন হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, ‘দেশ ও জাতির বিরুদ্ধে যারা কাজ করেন, তাদের পরিণতি কী, এই বাড়িটি দেখেই সবাই বুঝতে পারবে। এ থেকে সবাই শিক্ষা নেবে, ভবিষ্যতে দেশ ও জনগনের  বিরুদ্ধে কেউ কাজ করলে তার সাম্ভাব্য পরিণতি কী হতে পারে- এখান থেকে শিক্ষা নেয়া উচিত।’
তবে এসময় বাড়িটি সুরক্ষায় আ’লীগের নেতা-কর্মীকে ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি। এমনকি স্থানীয় লোকজন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করছেন। তবে শাহরিয়ার আলম ২০১২ সালে থেকে আড়ানি বাজারের পাশে এই তিনতলা বাড়িতে বসবাস শুরু করেন।
উল্লেখ্য শাহরিয়ার আলম ২০০৮ সালে নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আ’লীগ দলীয় (নৌকা) প্রতিক নিয়ে এমপি নির্বাচিত হন। পরে আরও তিনবার নির্বাচিত হন। দুই মেয়াদে তিনি আ’লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে ২০২৪ সালে সংসদে তিনি মন্ত্রিত্ব পাননি। ৫ অগাস্টের পর থেকে আত্নগোপনে রয়েছেন আলহাজ্ব শাহরিয়ার আলম।
Manual1 Ad Code
Manual2 Ad Code