আজ সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৭:৩২ অপরাহ্ণ
মৌলভীবাজারে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Sharing is caring!

Manual7 Ad Code
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে বাংলাদেশের জীবন বীমার গতানুগতিক পদ্ধতির আমূল পরিবর্তন করার উদ্দেশ্য নিয়ে পথচলা আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর কর্মপ্রদ্ধতি, ব্যবসায়িক কৌশল এবং গ্রাহকসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১১টায় মৌলভীবাজার পৌর শহরের এম. সাইফুর রহমান সড়কস্থ আর.কে কমপ্লেক্স ৫ম তলা সেলস অফিসে ব্রাঞ্চ ম্যানেজার প্রলয় রঞ্জন ভট্টাচার্য্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার প্রিয়ময় পাল।
ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল হামিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় ইউনিট ম্যানেজার বিভাকর চক্রবর্তী, আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) উপদেষ্টা জামালউদ্দিন আহমদ, চট্টগ্রাম সমিতি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক কাজী মোঃ কুতুবউদ্দিন, মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন- এমজেইউজে (রেজি নং মৌল-০৩৮) সদস্য কবি সালেহ আহমদ (স’লিপক) প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।
আলোচকরা কোম্পানীর সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে ব্যবসায়িক কৌশল এবং গ্রাহকসেবার দিক তোলে ধরে বলেন, প্রতিষ্ঠানটি গ্রাহক আস্থা অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সকল শ্রেণীপেশার লোকদেরকে উন্নত বীমা সুবিধার আওতায় নিয়ে আসতে সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Manual1 Ad Code
Manual2 Ad Code