Sharing is caring!

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে যাত্রীবাহী একটি বাসে তল্লাসী চালিয়ে ২ কেজি ১৭০গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) নীলফামারী ব্যাটালিয়ন।
রোববার (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নীলফামারী-সৈয়দপুর সড়কের টেক্সটাইল নামক স্থানে নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক জসিম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ডোমার থেকে সৈয়দপুর গামী সারোয়ার এন্টার প্রাইজে (বগুড়া জ-১১-০০৬১) তল্লাসী চালিয়ে ২ কেজি ১৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
রাত সাড়ে ৯টার দিকে জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল এলাকায় অবস্থিত ৫৬ বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৬ বিজিবির এডি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এর ১নম্বর গেইটের সামনে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে বিশেষ চেকপোষ্ট বসানো হয়। এসময় ডোমার থেকে সৈয়দপুর গামী সারোয়ার এন্টার প্রাইজ পরিবহন (বগুড়া-জ-১১-০০৬১) বাসটি থামিয়ে তল্লাশী করা হয়। এসময় মালিক বিহীন অবস্থায় ২ কেজি ১৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৪৩ লাখ ৪০ হাজার টাকা।
তিনি আরো জানান, এঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে উদ্ধারকৃত হেরোইন এর নমুনা ল্যাব টেস্টের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণের প্রস্তুতি চলছে।