আজ মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নাগরপুরে বাইতুল হিকমাহ পাঠাগার কর্তৃক শীর্ষক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৩:৪২ অপরাহ্ণ
নাগরপুরে বাইতুল হিকমাহ পাঠাগার কর্তৃক শীর্ষক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Sharing is caring!

Manual7 Ad Code
এম.এ.মান্নান,নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
ভাষা শহিদ ও জুলাই বিপ্লবের শহিদদের স্বরণে টাংগাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী বাইতুল হিকমাহ পাঠাগার কর্তৃক ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত  শিক্ষার্থীদের নিয়ে সেরা প্রতিভার সন্ধানের শীর্ষক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.)সকালে গয়হাটার কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে ও আয়োজক কমিটির আহবায়ক হাফেজ হাবিবুল্লাহ উসমানীর পরিচালনায় এ সেরা প্রতিভার সন্ধানে শীর্ষক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন ইসলামাবাদ দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী।
বাইতুল হিকমাহ পাঠাগার সূত্রে জানা যায়,১৮ ও ১৯ ফেব্রুয়ারি ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদা কুরআন তেলাওয়াত,ইসলামি সংগিত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে সম্মাননা স্বারক ক্রেষ্ট ও পুরস্কার দেওয়া হয়।এরপর আজ শুক্রবার ১০ টি প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে সেরা প্রতিভার সন্ধানের শীর্ষক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।আজকে যারা বিজয়ী হয়েছে তাদের সেরা ক্বারী,সেরা শিল্পী,সেরা পন্ডিত পদক ক্রেষ্ট ও পুরস্কৃত করা হয়েছে।
অগ্নিবীণা আইডিয়াল কলেজ এর দাতা সদস্য মীর মুশফিক হোসেন(শৈবাল),দাতা সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম,কবি নজরুল উচ্চ বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক মো.মোন্নাফ মিয়া,সহকারি শিক্ষক মাওলানা আবু বকর, সহকারি শিক্ষক মো.দেলোয়ার হোসেন,সহকারি শিক্ষক ডা.এম.এ.মান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও এলাকার সুশীল সমাজের নেত্ববৃন্দ উপস্হিত ছিলেন।
উল্লেখ্য-বাইতুল হিকমাহ পাঠাগার টাংগাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটার ইউনিয়নের সিংজোড়া গ্রামে ১৬ ডিসেম্বর ২০২৪ রোজ সোমবার এক ওয়াজ মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।বর্তমানে এই পাঠাগারে আরবি,বাংলা,ইংরেজি,গল্প,কবিতা,শিশু কিশোর,সাধারন জ্ঞান,সাইন্স ফিকশন,সাহিত্যসহ বিভিন্ন ধরনের এক হাজারের অধিক বই সংরক্ষণ আছে।কর্তৃপক্ষ জানান খুব শিগ্রই পাঠাগারে বইয়ের পরিমাণ কয়েকগুণ বেড়ে দাড়াবে-ইংশাআল্লাহ।
Manual1 Ad Code
Manual2 Ad Code