আজ শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পদুয়ায় অগ্নিকান্ডে এক বসতঘর ও ৩ গরু পুড়ে ছাই

editor
প্রকাশিত মার্চ ৯, ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ণ
পদুয়ায় অগ্নিকান্ডে এক বসতঘর ও ৩ গরু পুড়ে ছাই

Sharing is caring!

Manual3 Ad Code

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ বালির পাড়ায় অগ্নিকান্ডে ১ বসতবাড়ি ভষ্মীভূত ও ৩ গৃহপালিত গরু আগুণে পুড়ে মারা গেছে।

Manual3 Ad Code

রবিবার (৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক পৌণে ৮ টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত গৃহকর্তার নাম কাশের আলী। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য শব্বির আহমদ। তিনি জানান, উল্লেখিত সময়ে বাড়ির রান্না ঘরের গ্যাসের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাড়িসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং একই সময় ৩ টি গরু ও পুড়ে মারা যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন এবং পরে দমকল বাহিনীর গাড়ি গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

Manual3 Ad Code

এ ব্যাপারে লোহাগাড়া ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা রুবেল আলম’র সহিত মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, অগ্নিকান্ডের খবর শুনে তিনি তাঁর ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। বাড়ি ও গোয়াল ঘরসহ পুড়ে গেছে এবং একই সময় অগ্নিকান্ডে ৩ টি গরু মারা গেছে।

Manual7 Ad Code

তবে সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপক্ষে তা নিরুপণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

Manual1 Ad Code
Manual2 Ad Code