আজ সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নাগরপুরে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

editor
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ০৮:০৬ অপরাহ্ণ
নাগরপুরে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Sharing is caring!

Manual1 Ad Code
এম.এ.মান্নান,নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত সবার কঠিন শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার  সর্বস্তরের তৌহিদী জনতা।একই সঙ্গে দেশজুড়ে বিভিন্ন ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা।
শুক্রবার(১৪ মার্চ)বাদ জুম’আ নাগরপুর সরকারি কলেজ গেট থেকে ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর এর আয়োজনে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।মিছিলটি নাগরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচী শেষ হয়।
এ বিক্ষোভ মিছিলে নাগরপুরের বিশিষ্ট আলেম ওলামাসহ,সাংবাদিক,শিক্ষক,ডাক্তার,ব্যবসী, সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর ও নানান শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মাওলানা আল হেলাল এর পরিচালনায় এসময় বক্তব্য দেন মাওলানা মো.রফিকুল ইসলাম,মাওলানা মো.ইলিয়াছ হোসেন।দোয়া পরিচালনা করেন নাগরপুর বাজার জামে মসজিদ খতীব মাওলানা মো.রফিকুল ইসলাম।
এসময় বক্তারা বলেন,আমরা দেখেছি কিভাবে মাগুরায় একটি আট বছর বয়সি শিশুকে নির্মমভাবে ধর্ষণ করেছে এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।কয়েকদিনে সারা দেশে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। যা আমাদের সমাজকে ভয়াবহ একটি নেগেটিভ ম্যাসেজ দিচ্ছে। পাশাপাশি প্রতিটি ধর্ষণের ঘটনায় ধর্ষকরা দিন শেষে আদালত থেকে জামিনে এসে আরও ভয়াবহ রূপ ধারণ করে।প্রতিটি ধর্ষণের ঘটনা সরকারকে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তা বাস্তবায়ন করতে হবে। না হলে আমাদের সমাজে দিন দিন এমন ঘটনা আরও বৃদ্ধি পাবে।
বিক্ষোভ মিছিলে মাগুরায় শিশু ধর্ষণসহ সারা দেশে ঘটে যাওয়া সব ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও নারীদের সঙ্গে নিপীড়ন, ধর্ষণ ও হয়রানিসহ নানা অপরাধ রোধে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা।
Manual1 Ad Code
Manual4 Ad Code