আজ সোমবার, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

editor
প্রকাশিত মার্চ ২১, ২০২৫, ০৫:১৬ অপরাহ্ণ
সিলেট বিভাগের সরপঞ্চদের তথ্য সংগ্রহ চলছে

Sharing is caring!

সিলেট ডেস্ক:
সার্কেল বা সরপঞ্চ পদ্ধতি অবিভক্ত ভারতবর্ষের প্রাচীন আমলের স্থানীয় সরকার ব্যবস্থার এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছিল। সরপঞ্চদের নিয়ে লিখিত ইতিহাস বা গ্রন্থ না থাকার কারণে এককালের স্থানীয় সরকার ব্যবস্থার এই গুরুত্বপূর্ণ অধ্যায়টা অনেকটাই বিলুপ্তির পথে। সেই নিরিখে সিলেট বিভাগের সরপঞ্চদের নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে।
সিলেট বিভাগের বিভিন্ন স্থানে তৎসময়ে দায়িত্ব পালনকারী সরপঞ্চ বা সহকারী সরপঞ্চ (সরপঞ্চায়েত) এর সঠিক নাম ও সংক্ষিপ্ত তথ্য আগামী ১৫ এপ্রিলের মধ্যে নিম্নোক্ত ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন বৃটেন প্রবাসী লেখক ও গবেষক সিনিয়র সাংবাদিক মতিয়ার চৌধুরী। গ্রন্থে তথ্য প্রদানকারীর নাম ও ঠিকানা প্রদান করা হবে বলে তিনি জানান।
তথ্য পাঠানোর ঠিকানা: ইমেইল: pathagarbarta@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ: +8801737-912496