আজ শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে সাংবাদিক মবরুর আহমদ সাজু’র বাসায় চুরি : স্বর্ণালংকার, নগদ টাকা লুট

editor
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৫, ০৬:৪২ অপরাহ্ণ
সিলেটে সাংবাদিক মবরুর আহমদ সাজু’র বাসায় চুরি : স্বর্ণালংকার, নগদ টাকা লুট

Sharing is caring!

Manual7 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট:
সিলেটের লামাবাজার নয়াপাড়ায় ঈদের ছুটিতে ফাঁকা থাকা এক বাসার  দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির দুটি তলায় হানা দিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা,মোবাইল ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।
চুরি হওয়া বাসার বাসিন্দা ও সিলেট অনলাইন প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক তরুণ সাংবাদিক মবরুর আহমদ সাজু জানান, বিথীকা ২৯/২ যেসমিন ভিলা নামের তিনতলা ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় চোরেরা চুরি সংঘটিত করেছে। ঈদের ছুটিতে তিনি তাঁর পরিবার নিয়ে শ্বশুরবাড়ি সুনামগঞ্জে অবস্থান করছিলেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে দ্বিতীয় তলার বাসিন্দা নাজমুল হক তাকে ফোনে চুরির বিষয়টি জানান। পরে তিনি সুনামগঞ্জ থেকে সিলেটে ফেরার প্রস্তুতি নেন।
এদিকে বাসা লুটপাটের খবর শুনে সাংবাদিক মবরুর আহমদ সাজু কোতোয়ালি থানার ওসিকে ফোনে জানালে তাৎক্ষনিক সিলেট লামাবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মো: মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম বাসা পরিদর্শন করেন।
 উপস্থিত নীচতলার বাসিন্দা মবরুর আহমদ সাজু কে না পেয়ে ২য় তলার বাসিন্দা মো: নাজমুল ইসলামের বক্তব্য শুনেন এবং লুটকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দায়িত্ব গ্রহণ করেন।
সাংবাদিক মবরুর আহমদ সাজু জানান , চোরেরা তার বিয়ের ৫ ভরি স্বর্ণ, ওমরাহ পালনের জন্য রাখা ৫ লক্ষ টাকা, বিয়ের পোশাকসহ বিভিন্ন মূল্যবান ও সাধারণ আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে।
এদিকে সাংবাদিকের বাসা চুরির খবর পেয়ে মবরুর সাজুর বাসায় উপস্থিত হন  সিলেট অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার,সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু,কার্যকরি পরিষদের সদস্য মো. আব্দুল হাছিব,ক্লাব সদস্য তারেক আহমদ খান,সেলিম আহমদ,মোহাম্মদ জাকির আহমদ,নাহিদ আহমদ প্রমুখ। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনার তীব্রনিন্দা জানিয়ে চোরদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান কর‌তে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত এসএমপি’র কোতোয়ালি থানার ওসির নির্দেশে এসআই,মোহাম্মদ আলী ঘটনাস্থল আবার পরিদর্শন করেন । এবং পুলিশ কর্মকর্তা মামলা রুজু করার জন্য বলেন। তবে প্রাথমিকভাবে চারদিকে সোর্স টিম একশন চলছে আশা করি ফিডব্যাক পাওয়া যাবে।
 মামলার প্রস্তুুতি নিচ্ছেন বলে জানান সাংবাদিক মবরুর আহমদ সাজু।
এ বিষয়ে সিলেট অনলাইন প্রেসক্লাব এর সভাপতি  মো: গুলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।তারা চুরি হওয়া মালামাল ও স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা উদ্ধার করতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে লামাবাজার এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সাংবাদিক মবরুর আহমদ সাজু।
Manual1 Ad Code
Manual6 Ad Code