আজ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘা উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষকের বদলিজনিত বিদায় অনুষ্ঠান

editor
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫, ০৮:১২ অপরাহ্ণ
বাঘা উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষকের বদলিজনিত বিদায় অনুষ্ঠান

Sharing is caring!

Manual1 Ad Code
দোয়েল,বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
বিদায় সব সময় বেদনার হলেও কখনো কখনো তা চিরস্মরণীয় হয়ে থাকে।   বদলিজনিত বিদায়ী অফিসার, প্রশিক্ষক রাজন কুমারকে স্মরণীয় করে রাখতে তার বিদায় সংবর্ধনার আয়োজন করেন উপজেলা আনসার-ভিডিপি সদস্যরা।
 মঙ্গলবার (৮এপ্রিল’২৫) সকাল সাড়ে ১১টায় উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (অঃদা) সাকিব-উল মওলার সভাপতিত্বে ও উপজেলা আনসার ভিডিপি  প্রশিক্ষিকা মাহফুজা খানম এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন দলনেতা মাইনুল ইসলাম।
বক্তব্যকালে বিদায়ী অফিসার প্রশিক্ষক রাজন  বলেন, দীর্ঘ ৯ বছর উপজেলায় চাকরির সুবাদে আপনাদের সাথে ছিলাম। আমি বিদায় নিচ্ছি কিন্তু আমার শাসন,সোহাগ ও ভালবাসা রেখে গেলাম। বিদায়কালে আপনাদের ভালবাসায় আমি সিক্ত হলাম। আমার জীবদ্দশায় যেখানেই থাকি বিদায়ের এই স্নৃতি আপনাদের কথা আমাকে সব সময় স্বরন করিয়ে দিবে। যে কোন সময় যোগাযোগ করলে আমাকে আপনাদের মাঝে পাবেন। আপনারা দেশ ও জনকল্যাণে আপনারা ভ’মিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। সহকর্মীরা বলেন, যেকোনো বিষয়ে পরামর্শ নিতাম। স্যারের দেওয়া শিক্ষা আমাদের মানবিক জীবন গড়তে সহায়ক হবে।
স্বাগত বক্তব্য দেন-উপজেলা কোম্পানী কমান্ডার আব্দুস সাত্তার। স্নৃতিচারণ করে বক্তব্য দেন-সহকারি কোম্পানী কমান্ডার এনারুল ইসলাম। অন্যান্যর মধ্যে  বক্তব্য দেন- উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সোহেল রানা,সাবেক উপজেলা প্রশিক্ষিকা তহুরা বেগম, ওয়ার্ড দলনেতা আসাদুজ্জামান , ওয়ার্ড দলনেত্রী মোসাঃ পলি খাতুন।
উপস্থিত ছিলেন ওয়ার্ড দলনেতা দলনেত্রী কোম্পানি কমান্ডার আনসার ও ভিডিপি সদস্য বৃন্দ। পরে বিদায়ী অফিসারকে সন্মাননা স্বারক ক্রেস্ট প্রদান   করা হয়।
Manual1 Ad Code
Manual4 Ad Code