Sharing is caring!

জাফর ইকবাল মৌলভীবাজার থেকে,
মৌলভীবাজার প্রেমনগর চা বাগানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) মৌলভীবাজার প্রেমনগর চা বাগানে চা শ্রমিক ও পঞ্চায়েতবৃন্দ এর আয়োজন কমল কর্মকারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি নিয়ে চা বাগানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চা ফ্যাক্টরির সামনে এক মানববন্ধনে মিলিত হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধনে চা শ্রমিক চঞ্জল, ছোট, সুমন, শান্তা বলেন, আমাদের চা বাগান নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে তার নিন্দা জানাই। আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আমরা কঠোর আন্দোলন করবো।