আজ মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত

editor
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৫, ০৩:২৬ অপরাহ্ণ
সিলেটে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত

Sharing is caring!

Manual5 Ad Code
সিলেট ডেস্ক:
সিলেটে পুরোনোকে পেছনে ফেলে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সকালে সার্কিট হাউজ থেকে বৈশাখী শোভাযাত্রা শেষে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
নগরীর শাহী ঈদগাহে বৈশাখী এবং ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়। এছাড়া জেলার সব উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এ উপলক্ষ্যে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজন করা হয়।
বাংলা নববর্ষ বরণে সারা দেশের মতো সিলেটেও সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শতকণ্ঠে বর্ষবরণ, প্রদীপ প্রজ্জ্বলন, একক ও সমবেত পরিবেশনা, নৃত্য, আবৃত্তি, সংগীত, রং তুলিতে বর্ষবরণ এবং বৈশাখী মেলাসহ আয়োজন করে বর্ষবরণের নানান অনুষ্ঠান।
প্রতিবারের মতো এবারও শ্রুতি সিলেট সকাল ৭ টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত কীন ব্রীজ সংলগ্ন সুরমা নদীর পাড়ে সারদা হল প্রাঙ্গণে আয়োজন করেছে বর্ষবরণ উৎসব ১৪৩২ বাংলা। রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘আনন্দলোক’ এর আয়োজনে নগরীর কেওয়াপাড়াস্থ শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে বর্ষবরণ উৎসব শুরু হয় সকাল সাড়ে ৭টায়। দিনব্যাপী আয়োজনে সমবেত পরিবেশনায় অংশগ্রহণ করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেট, গীতবিতান বাংলাদেশ, সিলেট ললিতকলা একাডেমি, দ্বৈতস্বর, নৃত্যশৈ।
নববর্ষ বরণে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগেও আয়োজন করে অনুষ্ঠানমালা। পহেলা বৈশাখে নগরীর ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনী স্ব স্ব এলাকায় তাদের তৎপরতা অব্যাহত রাখে। বৈশাখী অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
Manual1 Ad Code
Manual8 Ad Code