আজ শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পত্নীতলায় জামায়াতে ইসলামী’র গণসংযোগ

editor
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ণ
পত্নীতলায় জামায়াতে ইসলামী’র গণসংযোগ

Sharing is caring!

মাহমুদুন্নবী, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী পত্নীতলা উপজেলার নজিপুর পৌর শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী পক্ষ উপলক্ষে নজিপুর বাসস্ট্যান্ডে গণসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল ) দিন ব্যাপি বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নজিপুর পৌর শাখার আমীর মো: মোফাচ্ছেল হক এর সভাপতিত্বে দাওয়াতী পক্ষ ও গণসংযোগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর ও নওগাঁ-২ ( ধামইরহাট-পত্নীতলা ) নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক ।

এসময় বাংলাদেশের মানুষ এখন সৎ, দক্ষ ও যোগ্য নেতার নেতৃত্বের অপেক্ষায় আছে। গণ মানুষের সেই আকাংখা পূরণের জন্য জামায়াতে ইসলামী কে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তায়ালা জামায়াতে ইসলামী কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে আমরা শাসক না জনগণের সেবক হবো ইনশাআল্লাহ।

জামায়াতে ইসলামী’র নজিপুর পৌর শাখার আমীর মো: মোফাচ্ছেল হক বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা গত বুধবার ২৩ এপ্রিল থেকেই নজিপুর বাসস্ট্যান্ডে সাধারণ মানুষের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দাওয়াত পৌঁছে দিচ্ছি। আমরা অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি সাধারণ মানুষ আমাদের দাওয়াতে ব্যাপক সাড়া দিচ্ছে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক পত্নীতলা উপজেলা ভাইস চেয়ারম্যান মাও হাবিবুর রহমানসহ স্থানীয় জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।