আজ রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই যমজ ভাইয়ের মৃত্যু

editor
প্রকাশিত মে ২৪, ২০২৫, ০৬:১১ অপরাহ্ণ
লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই যমজ ভাইয়ের মৃত্যু

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে সাড়ে তিন বছরেরর দুই যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ মে)  দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিদার ঘোণা পল্লানের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তাদের দুজনের নাম আদিল হোসেন ও আবীর হোসেন। তারা ওই এলাকার আজিজুল হকের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, মারা যাওয়া দুই ভাইয়ের মা পারভীন আক্তার অসুস্থতার কারণে বাড়িতে শয্যাশায়ী ছিলেন। দুপুরে মায়ের অজান্তেই দুই ভাই আম কুড়াতে গিয়েছিল। দুপুর দুইটার দিকে বাড়ির পাশে সাকুনীর বর বাড়ির পুকুরে ডুবে যায়, স্বজনেরা খুঁজাখুজির পর তাদের এক আত্মীয় পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তাদের বাড়িতে ছুটে আসেন বড়হাতিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, ইউপি সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী ও মহিলা মেম্বার আনোয়ারা বেগম।

স্থানীয় মোহাম্মদ ইসমাঈল জানান, আমার মামাত ভাইয়ের দু ছেলে আবির ও আদিল বাড়ির বাইরে আম কুড়াতে গিয়েছিল। পার্শ্বে পুকুরে ডুবে দুজনে মারা যান। গত সপ্তাহেও আমার মামু আবুল হোসেন মৃত্যুবরণ করেছিল।