আজ মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীর ফুলতলায় খাসিয়া জনগোষ্ঠীর ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

editor
প্রকাশিত মে ২৯, ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ণ
জুড়ীর ফুলতলায় খাসিয়া জনগোষ্ঠীর ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

Sharing is caring!

Manual4 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

Manual4 Ad Code

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে অবস্থিত এলবিনটিলা খাসিয়া পুঞ্জির যুব সংঘের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খাসি জনগোষ্ঠীর খেলোয়াড়দের অংশগ্রহণে প্রাইজমানি এন্ড প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর মেগা ফাইনাল সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলা দেখতে বৃষ্টি উপেক্ষা করে খাসিয়া সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষের ভিড় জমে খেলার মাঠে। এসময় খাসিয়া জনগোষ্ঠীর এক মিলনমেলায় পরিণত হয়।

Manual5 Ad Code

উক্ত টুর্নামেন্টে জেলার বিভিন্ন খাসিয়া পুঞ্জি থেকে ২৪ টি ফুটবল দল অংশগ্রহণ করে।

Manual6 Ad Code

বুধবার (২৮ মে) বিকেলে এলবিনটিলা খাসিয়া পুঞ্জির খেলার মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুরইছড়া খাসিয়া পুঞ্জির ফুটবল দল কালেঞ্জী খাসিয়া পুঞ্জির ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে। টুর্নামেন্টে ৩য় স্থান অধিকার করে এলবিনটিলা খাসিয়া পুঞ্জি। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা, রানার্স আপ দলকে ৪০ হাজার টাকা ও ৩য় স্থান অধিকারী দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এলবিনটিলা খাসিয়া পুঞ্জির প্রধান (মান্ত্রী) এন্টনি পাটুয়াট, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ওয়ানমন লংডঃ, ঝিমাই খাসিয়া পুঞ্জির প্রধান (মান্ত্রী) রানা সুরং, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাইকেল নংরুম, খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট শাখার সাবেক সাধারণ সম্পাদক রাজু রুপসী, এলবিনটিলা পুঞ্জি খাসি ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি জনি পঃডুয়েং, সাবেক সভাপতি মার্কো লামিন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আমরুশ সাংমা, মাথিয়াস পঃডুয়েং, মাইকেল পঃতাম, জয় বোনার্জী, ব্রিং তালাং, সাজেন মুখীম, ওয়েলিং রুপসী সহ অনেকেই।

Manual1 Ad Code
Manual8 Ad Code