আজ শনিবার, ৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে অনশনে বসেছে এক যুবতী

editor
প্রকাশিত জুলাই ১৭, ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ণ
কেন্দুয়ায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে অনশনে বসেছে এক যুবতী

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

Sharing is caring!

Manual1 Ad Code

আসাদুজ্জামান তালুকদার:

Manual5 Ad Code

নেত্রকোণা কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তারাকান্দা রাজিবপুর গ্রামে বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে অনশনে বসেছে সুরমা আক্তার (২৪) নামে এক যুবতী। সে সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বিচিপাড়া গ্রামের বাসিন্দা সলিমুল্লা মিয়ার মেয়ে।

Manual7 Ad Code

সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, রাজিবপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শরীফ মিয়া (৩৫) ৫ বছর যাবত মালয়েশিয়া প্রবাসী। সম্প্রতি সে দেশে এসেছে।
অনশনে বসা সুরমা আক্তার জানান, শরীফ মিয়ার সাথে বিদেশ যাওয়ার আগে থেকেই সম্পর্ক ছিল তার। এরপর সম্প্রতি দেশে এসে সুরমাকে বিয়ের  প্রতিশ্রুতি দেয় শরীফ। কিন্তু পরিবারের চাপে হঠাৎ করেই ফোন বন্ধ করে দেয় শরীফ। অন্যদিকে শরীফের স্বজনরা সুরমার আপত্তিকর ভিডিও সোশাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার ভয় দেখায়। এমনকি বিয়ের দাবি জানালে তাকে মেরেফেলারও হুমকি দেয় তারা।
এমতাবস্থায় শরীফ মিয়ার বাড়িতে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে বিয়ের দাবিতে অনশনে বসে সুরমা।
এবিষয়ে কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কান্দিউড়া ইউনিয়ন পরিষদের প্রশাসককে নির্দেশনা দেয়া হয়েছে।
Manual1 Ad Code
Manual3 Ad Code