আজ মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর দুদকের পরিদর্শন : হাজার কোটি টাকার পাথর লুট-পাট

editor
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৫, ০৪:১১ অপরাহ্ণ
সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর দুদকের পরিদর্শন : হাজার কোটি টাকার পাথর লুট-পাট

Sharing is caring!

Manual1 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট:
সিলেটের সাদাপাথরে বিগত কয়েক মাসে হাজার কোটি টাকার পাথর লুটপাট হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত সাদাপাথরে অনুসন্ধানে গিয়ে এসব তথ্য জানান। তাঁর নেতৃত্বে ৯ সদস্যের একটি দল সেখানে পরিদর্শনে যায়।
পরে সেখানে স্থানীয় প্রশাসন ও জনসাধারণের কাছ থেকে নানান তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা। লুটপাটের সঙ্গে কারা জড়িত সেটি অনুসন্ধানে তাদের এ পরিদর্শন বলে জানিয়েছে দুদক।
দুদক সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, এখানে বিগত কয়েক মাসে কয়েক শ কোটি টাকা এমনকি হাজার কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে। এখানে সৌন্দর্য দেখতে আসা স্থানীয় লোকজন জানিয়েছেন, এখান থেকে বেশ কয়েকদিন ধরে পাথর আত্মসাৎ করে নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক স্বার্থে প্রাকৃতিক সৌন্দর্য বা পর্যটনের কথা মাথায় না রেখে পাথর নিয়ে গেছে।
আমরা যে তথ্য পেয়েছি, সেগুলো নিয়ে আরো কাজ করতে হবে। আমরা এই সাদাপাথরে আসার আগে রাস্তার দুই পাশে অনেকগুলো পাথর ক্রাশার মেশিন আছে এবং দৃশ্যমান অবস্থায় দেখা গেছে। সেখানে বড় বড় পাথরগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো করা হচ্ছে যাতে তারা বিভিন্ন ভাবে এগুলো দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারে।
এটার সঙ্গে এখানকার প্রভাবশালী ব্যক্তি যারা আছেন, স্থানীয় লোকজন আর আমরা জানতে পারছি যে আরো উচু স্তরের যারা ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি তারাও এটার সঙ্গে যুক্ত আছে।
তিনি আরও জানান, আমরা এটা নিয়ে আরো কাজ করবো এবং এর তথ্য উদঘাটনে কাজ করবো। আজকে আমরা এটার সাথে কারা জড়িত থাকতে পারে, সেটা খোঁজার জন্য এসেছি। এটার প্রতিবেদন আমরা প্রধান কার্যালয়ে প্রেরণ করবো। সে অনুযায়ী আমরা কাজ করবো। এখানে স্থানীয় প্রশাসনের ব্যর্থতা আছে কি না, সেটাও খুঁজেছি।
Manual1 Ad Code
Manual5 Ad Code