Sharing is caring!

মোহাম্মদ আলী,পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ট) বাদ আছর পুঠিয়া উপজেলা মডেল মসজিদে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের শাকিল আহমেদ, জেলা যুবদলের ফারুক হোসেন, জেলা যুবদলের রানা মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হায়াত, সাবেক পৌর মেয়র আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী রাসেদ।
পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন জনি, যুগ্ম আহ্বায়ক হাবিবুর বাসার, বিএনপি নেতা হাফিজুল ইসলাম, শহিদুল ইসলাম, পুঠিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল খালেকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, তারেক রহমানের সু-স্বাস্থ্যসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।