আজ শুক্রবার, ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

editor
প্রকাশিত আগস্ট ২১, ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ণ
লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়া পুলিশের বিশেষ অভিযানে পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) সদস্য মুনিরুল ইসলামকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
বুধবার (২০ আগস্ট) দুপুরে চুনতি এলাকায় জাঙ্গালিয়া নামক এলাকায় লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালীন তাকে আটক করা হয়। সে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মুনিরুল মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় চুনতি এলাকায় টহল পুলিশ তাকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার হয়। গ্রেপ্তার মনিরুল বিক্রির উদ্দেশ্যে ইয়াবার চালান কক্সবাজার থেকে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলা দায়েরের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।