Sharing is caring!

ডা.এম.এ.মান্নান,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাত নামা এক ব্যাক্তির লাশ উদ্বার করেছে নাগরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া বিল থেকে এ লাশ উদ্বার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের কয়েকজন বিলে মাছ ধরতে গিয়ে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ ভেসে থাকতে দেখতে পেয়ে আশ পাশের লোকজন কে খবর দেয়।
পরে মোকনা ইউপি সদস্য আফজাল ঘটনাস্থলে এসে থানায় খবর দেন। সংবাদ পেয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনা স্থলে উপস্থিত হন। অজ্ঞাত লাশ উদ্বার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ইউপি সদস্য আফজাল মিয়া বলেন, আমি সংবাদ পেয়ে ঘটনা স্থলে আসি। পরে আশ পাশের লোকজনকে অজ্ঞাত ব্যাক্তির বিষয়টি জিজ্ঞাসাবাদ করি। এলাকার কেউ তাকে চিনে না বলে জানায়। তখন নাগরপুর থানা পুলিশকে বিষয়টা জানাই।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমি ও আমার ফোর্স নিয়ে ঘটনা স্থলে চলে আসি। এলাকার লোকজনের সাথে কথা বলে জানতে পারি তাকে কেউ চিনে না। তাই অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্বার করে ময়না তদন্তের জন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। পাশের থানা গুলোতে কোন নিখোঁজ ডাইরী হয়েছে কি না সে বিষয়ে খোজ নেয়া হচ্ছে। যদি নিখোঁজ ডাইরী হয়ে থাকে আমরা তদন্ত করে মূল ঘটনা বের করার চেষ্টা করবো।