আজ শুক্রবার, ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর দায়িত্ব হস্তান্তর-গ্রহণ ও ডিজি টিম সংবর্ধনা

editor
প্রকাশিত আগস্ট ২১, ২০২৫, ০৯:১৫ অপরাহ্ণ
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর দায়িত্ব হস্তান্তর-গ্রহণ ও ডিজি টিম সংবর্ধনা

Sharing is caring!

চট্টগ্রাম প্রতিনিধি:
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর দায়িত্বভার হস্তান্তর-গ্রহণ, ডিজি টিম সংবর্ধনা, নিউ মেম্বার ইন্ডাকশন ও সার্বিস একটিভিটিজ অনুষ্ঠান বুধবার, ২০ আগস্ট, নগরীর একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ এর মাননীয় জেলা গভর্নর লায়ন মোছলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন কোহিনূর কামাল এমজেএফ, সম্মানিত অতিথি ছিলেন যথাক্রমে ১ম ভিডিজি লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, ২য় ভিডিজি লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ।
স্বাগত ভাষন প্রদান করেন ক্লাবের প্রধান উপদেষ্টা পিডিজি লায়ন এস এম শামসুদ্দিন এমজেএফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিডিজিবৃন্দের মধ্যে দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম. এ মালেক এমজেএফ, লায়ন এ. কাইয়ুম চৌধুরী এমজেএফ, লায়ন রূপম কিশোর বড়ুয়া পিএমজেএফ, লায়ন আলহাজ্ব রফিক আহমেদ এমজেএফ, লায়ন সিরাজুল হক আনসারি, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন শাহ আলম বাবুল পিএমজেএফ, শেখ সামছুদ্দিন সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন মো. আবু মোরশেদ।
লায়ন মোহাম্মদ মুসা এমজেএফ ও লায়ন উম্মে হাবিবার যৌথ সঞ্চালনায় ১ম পর্বে সভাপতিত্ব করেন ২০২৩-২৪ সেবাবর্ষের সভাপতি লায়ন মো. মেজবাহ উদ্দিন, ২য় পর্বে সভাপতিত্ব করেন ২০২৪-২৫ সেবাবর্ষের সভাপতি লায়ন মো. নুরুল আকবর কাজল।
এছাড়া আলোচনায় অংশ নেন লায়ন একেএম শওকত হাসান খান, লায়ন রোকেয়া হক, লায়ন একরামুল হক ভূঁইয়া, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, লায়ন মো. জিল্লুর রহমান এমজেএফ, লায়ন নাজমুল হুদা এমজেএফ, লায়ন হাবিবুর রহমান, লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, লায়ন ডা. দীবাকর বড়ুয়া, মো. জাহেদ হোসেন, লায়ন অজয় কুমার বড়ুয়া, লায়ন শহীদুল ইসলাম শহীদ, ডিস্ট্রিক্ট ডিজিটিম, গেটটিম, জিএমটি টিমসহ ক্লাব লায়ন ও লিও প্রমূখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন লায়ন্স ক্লাব সবসময় মানবতার সেবায় নিয়োজিত থেকেছে এবং মানুষের কল্যাণে কাজ করেছে। আমাদের ঐক্য, আন্তরিকতা ও ভালোবাসাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমি বিশ্বাস করি, লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিট আগামীতেও সেবার আলো ছড়িয়ে যাবে। সার্বিস একটিভিটিজের মধ্যে ছিল ক্যান্সার রোগী ও কিডনি রোগীকে চিকিৎসা সহায়তা এবং কন্যাদায়গ্রস্থ পিতাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।