আজ সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে ধর্ষণের পর হত্যা, দুই আসামীর যাবজ্জীবন কারাদন্ড

editor
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ণ
নীলফামারীতে ধর্ষণের পর হত্যা, দুই আসামীর যাবজ্জীবন কারাদন্ড

Sharing is caring!


Manual6 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে আকলিমা খাতুন নামে এক গৃহবধুকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও ১লাখ টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে একই রায়ে।
সোমবার (১ডিসেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জিয়াউদ্দিন মাহমুদ এই রায় প্রদান করেন।
দন্ডিতরা হলেন, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কাঙ্গালু পাড়ার আব্দুল করিমের ছেলে আনোয়ারুল হক(৩৫) ও একই এলাকার মতিয়ার রহমানের ছেলে ছামিউল ইসলাম শুভ(৩৫)।
মামলা সুত্রে জানা যায়, পার্বতীপুরের শরিফুল ইসলামের সাথে বিয়ের পর থেকে বিরোধ শুরু হয় আকলিমার।২০২০সালের ১৫আগষ্ট শশুড় বাড়ি থেকে কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর এলাকায় বাবার বাড়িতে চলে আসেন আকলিমা। কিছুদিনের মধ্যে স্বামী তালাকনামা পাঠালে হতাশাগ্রস্থ হয়ে পড়েন ওই নারী। ২২ আগষ্ট বাড়িতে তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন মা। পরে মৎস্য খামারের পেছনে একটি জমিতে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সৈয়দপুর থানায় মামলা হলে পুলিশ তদন্তে তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রতিবেদন দাখিল করেন আদালতে।
নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো জানান, গৃহবধু আকলিমা হত্যা মামলায় দুই আসামীর বিরুদ্ধে আদালতে ১৪জন স্বাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য প্রমানে অভিযোগ প্রমানিত হয় বিজ্ঞ আদালত দুই আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ করে টাকা অর্থদন্ড প্রদান করেন।
Manual1 Ad Code
Manual8 Ad Code