Sharing is caring!
ফাহাদ, লোহাগাড়া, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের চাপায় হাসান রিয়াদ নামের এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) রাত ১১ টা ৩০ মিনিটের দিকে উপজেলার বার আউলিয়া কলেজ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী হাসান রিয়াদ উপজেলার চরম্বা ইউনিয়নের জোয়ারব্রীজ এলাকার মাওলানা কুদ্দুস এর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার অভিমূখী একটি ট্রাক চট্টগ্রাম অভিমূখী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে স্পটেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে মোটরসাইকেল আরোহী।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহত তরুণের লাশ আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।