আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

editor
প্রকাশিত মে ২৭, ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

Oplus_16908288

Sharing is caring!


Manual4 Ad Code
সিনিয়র প্রতিবেদক:
দুর্নীতির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (সাময়িক অব্যাহতিপ্রাপ্ত) গাজী সালাউদ্দিন তানভীরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
আদালতে দুদকের পক্ষে সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান আবেদনটি দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে।
তার বিরুদ্ধে নামে-বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যাচ্ছে বলে দাবি করা হয়।
বিশ্বস্ত সূত্রের বরাতে আবেদনে আরও বলা হয়, তানভীর যেকোনো সময় দেশ ত্যাগ করে পালিয়ে যেতে পারেন। ফলে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাত্রা নিষিদ্ধ করা এবং এনআইডি ব্লক করা জরুরি হয়ে পড়েছে।
Manual1 Ad Code
Manual8 Ad Code