আজ বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার-১

editor
প্রকাশিত জুলাই ২২, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
বাঘায় মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার-১

Sharing is caring!

Manual8 Ad Code
দোয়েল,বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় সাজদার রহমান ওরফে সাগরকে গ্রেপ্তারের পর টিভিএস (১১০ সিসি) মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০-০৭-২০২৫)রাতে তাকে গ্রেপ্তার করে মোটরসাইকেল উদ্ধার করা হয়। বলপূর্বক কেড়ে নেওয়া মোটরসাইকেলটি পাবনার ঈশ্বরদী থানার চরগড়গড়ি এলাকা  থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল মালিক উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নীচ পলাশীফতপুর গ্রামের আনোয়ার দেওয়ানের ছেলে আল আমিন বাদি হয়ে বাঘা থানায় মামলা করেছেন। (মামলা নম্বর-১৮ তাং-২০-০৭-২০২৫)।
সোমবার (২১-০৭-২৫) সাজদার রহমান ওরফে সাগরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হয়েছে। সে উপজেলার সরেরহাট গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
মামলার অভিযোগে জানা যায়, মামলার বাদির ভাই তামিম হোসেন ও ওই ইউনিয়নের চকরাজাপুর গ্রামের বিপ্লব হোসেনের পরিচয় সুত্রে জৈনক সাইফুল মুঠোফোনে বিপ্লব হোসেনের কাছ থেকে ব্যবসার জন্য কবুতর কেনার কথা বলে। তারা দুজন মোটরসাইকেল নিয়ে হালিম মাষ্টারের ঘাট এলাকায় এসে ৩০টি কবুতর বুঝে দেয়।   দাম নেওয়ার জন্য বাঘা বাজার এলাকায় নিয়ে আসে। টাকা না দিয়ে সেখান থেকে  লোকমানপুর এলাকায় নিয়ে যায়। পরের দিন সন্ধ্যার পর মোটরসাইকেল রেখে তাদের দুজনকে ছেড়ে দেয়। পরে আমোদপুর এলাকা থেকে তাদের আত্নীয়রা নিয়ে আসে। আল আমিন বাদি হয়ে অভিযোগ দায়েরের পর সাজদার রহমান ওরফে সাগরকে গ্রেপ্তার করে মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আফম আছাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,পরিদর্শক(তদন্ত) সুপ্রভাত মন্ডলের নের্তৃত্বে পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করেন। ওসি জানান,আটককৃত সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
Manual1 Ad Code
Manual2 Ad Code