মাহমুদুন্নবী , পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় ১৪৪ ধারা অমান্য করে গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় উপজেলা বিএনপি’র সহ সভাপতি মোঃ আশরাফ এর বিরুদ্ধে।
এবিষয়ে পত্নীতলা থানা পুলিশ বলছে, ১৪৪ ধারা জারি করার পর একাধিকবার ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে এসেছে।মামলা ও আদালতের নিষেধাজ্ঞার নোটিশ অনুযায়ী জানা যায়, রেজাউল মাসুদ স্বপন তার নিজ সম্পত্তি দাবি করে আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত ঘটনার বিশ্লেষণ করে আইন শৃঙ্খলার অবণতি না হয় সেজন্য আগামী ৬ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। কিন্তু সেই ১৪৪ ধারা অমান্য করে দলীয় বিএনপি’র ক্ষমতার অপব্যবহার করে উক্ত স্থানে স্থাবনা তৈরী করছে উপজেলা বিএনপি’র সহ সভাপতি মোঃ আশরাফ।
এবিষয়ে রেজাউল মাসুদ স্বপন বলেন, কাগজ কলম ও দখল অনুযায়ী এই জমির মালিক আমি। হঠাৎ দেখি আমার জমিতে বিএনপি’র এই নেতা বসতবাড়ি তৈরী করছে। আমি তাকে নিষেধ করলে তিনি আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে। আমি নিরুপায় হয়ে আদালতে আশ্রয় নিয়েছি। আদালত ১৪৪ ধারা জারি করেছে কিন্তু তিনি আদালতের আদেশ অমান্য করে নিজের মন মতো কাজ করছে।
অভিযুক্ত আশরাফ এর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে তাকে ফোনে পাওয়া যায়নি।