Sharing is caring!
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার কুলাউড়া সার্কেল অফিস পরিদর্শন করেন।
আজ (২৭ ডিসেম্বর) সকাল ১০.৩০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন কুলাউড়া সার্কেল অফিস পরিদর্শন করেন।
সকালে পুলিশ সুপার কুলাউড়া সার্কেল অফিসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন।
এরপর অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে ।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার সার্কেল অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এসময় তিনি দাপ্তরিক নথিপত্র ও বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করেন এবং সার্বিক কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সার্কেল অফিস পরিদর্শন শেষে পুলিশ সুপার কুলাউড়া থানা, জুড়ী থানা ও জুড়ী তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন।
সেখানে তিনি সংশ্লিষ্ট থানাসমূহের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং আরও জোরদার করতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম;কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা, জুড়ী থানার অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।