আজ বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়া থানা থেকে অস্ত্র লুটের মূলহোতা গ্রেফতার

editor
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ণ
লোহাগাড়া থানা থেকে অস্ত্র লুটের মূলহোতা গ্রেফতার

Sharing is caring!

Manual5 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
গত বছরের ৫ আগস্ট চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে লুট হওয়া অস্ত্র বিক্রির মূলহোতা মোঃ বাবুল প্রকাশ ডাকাত বাবুলকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান।
সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুনতি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বাবুল (৪০) লোহাগাড়া উপজেলা চুনতি বনপুকুর নলবুনিয়া গ্রামের বশির আহমদের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ রাতে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে মাইকে ‘ডাকাত এসেছে’ ঘোষণা দিয়ে নেজাম উদ্দিন ও আবু ছালেক নামে দুই জামায়াত কর্মীকে হত্যা করা হয়।
ঘটনার সময় নিহত নেজামের লাশের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। অস্ত্রটি আটক পুলিশ সদস্য রিয়াদ ৫ লাখ টাকায় বিক্রি করে বলে অভিযোগ ওঠে।
পরবর্তী চট্টগ্রাম নগরীর কাঠগড় এলাকা থেকে লোহাগাড়া থানা থেকে লুট হওয়া একটি তারাশ পিস্তল ও ছয় রাউন্ডগুলিসহ পুলিশ কনস্টেবল রিয়াদ, আব্দুল গনি, আবু বক্কর, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান এবং মো. ইসহাক নামের ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।
পরে লোহাগাড়া থানা পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করেন। আদালত ৬ জনের বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল উদ্ধারের ঘটনায় গ্রেফতারদের ২ দিনের রিমান্ডে স্বীকারোক্তি অনুযায়ী ডাকাত বাবুলকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীও থানা থেকে অস্ত্র ও নগদ টাকা লুট এবং অস্ত্র বিক্রি করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেন। তার বিরুদ্ধে লোহাগাড়াসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, দ্রুতবিচার, বিস্ফোরক দ্রব্য ও মাদক মামলাসহ ১০টির অধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় ওয়ারেন্টও রয়েছে। একই দিন দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
Manual1 Ad Code
Manual3 Ad Code