আজ বুধবার, ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে “7th Laboratorians National Science Festival 2025”

editor
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ণ
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে “7th Laboratorians National Science Festival 2025”

Sharing is caring!


Manual5 Ad Code

সৈয়দ মোহাম্মাদ মাহমুদুল ইসলাম, স্টাফ রিপোর্টার

সকলের জন্য বিজ্ঞান চর্চার সৃজনশীল আয়োজন “7th Laboratorians National Science Festival 2025” শুরু হতে যাচ্ছে আগামীকাল।
৩ দিনের এই ইভেন্টের বিশেষ আকর্ষণ থাকছে ,বিশ্ববিখ্যাত অনলাইন গেমস VALORANT টুর্না’মেন্টের ফাইনাল পর্যায়ের
খেলা সরাসরি অনুষ্ঠিত হবে স্কুলের ক্যাম্পাসে,যেখানে দেশসেরা দলগুলো প্রতিযোগিতায় নামবে ৫০,০০০ টাকা পুরস্কার জেতার লক্ষ্যে।

Manual3 Ad Code

শহুরে ব্যস্ততার ভীড়ে আর স্কুলগুলোর নতুন শিক্ষা বর্ষের শুরুতেই  আয়োজিত  হতে যাচ্ছে Science Club of The Laboratorians  আয়োজিত 7TH Laboratorians National Science FESTIVAL-2025 ,যা কিনা জানুয়ারি মাসের ১৬ তারিখ শুরু হয়ে চলবে ১৮ তারিখ পর্যন্ত।

Manual3 Ad Code

শুধুমাত্র প্রজেক্ট বা প্রেজন্টেশনের মধ্যে বিজ্ঞান উৎসব সীমাবদ্ধ না থেকে  গ্রুপ ওয়ার্ক, ওয়াল ম্যাগাজিন, বিভিন্ন ক্যাটাগরির ফটোগ্রাফী, রুবিক কিউব, স্টোরি রাইটিং, কুইজ, দাবা প্রতিযোগিতা ও ডিজিটাল আর্টের মত বিভিন্ন সৃজনশীল বিষয় থাকছে। যাতে ঢাকা শহরের স্বনামধন্য স্কুল, কলেজ  ও সায়েন্স ক্লাবগুলোর প্রাণবন্ত অংশগ্রহণ হবে বলে আয়োজকরা আশা করছে।

Manual8 Ad Code

এই আয়োজন সফল ও সুষ্ঠু হবার জন্য কাজ করে যাচ্ছে Science Club of The Laboratorians এর কাফি আহমেদ(সভাপতি),আঞ্জুম হক নেহাল (সাধারণ সম্পাদক), সিফাত আল মামুন ( সহ-সভাপতি অপারেশনস), মোহাম্মদ জিম ( সহ-সভাপতি প্রশাসন) সহ কার্যনির্বাহী পরিষদের সকলে এবং কার্যনির্বাহী পরিষদের বহির্ভুক্ত  আদিব ফারহান, আশিকুল ইসলাম সহ অন্যান্যরা।

১৬ ও ১৭ জানুয়ারি ল্যান ইভেন্টে থাকবে লাইভ কমেন্টারি, দর্শকদের জন্য সরাসরি খেলা দেখার সুযোগ। বছরের প্রথম এই সায়েন্স ফেস্টের গর্বিত অনলাইন নিউজ পোর্টাল পার্টনার হিসেবে আছে www.redtimes.com.bd।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code
Manual2 Ad Code