আজ সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পল্লবীতে চাঁদা না পেয়ে গুলি ও হামলা, গ্রেপ্তার ৩

editor
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫, ০৪:৩১ অপরাহ্ণ
পল্লবীতে চাঁদা না পেয়ে গুলি ও হামলা, গ্রেপ্তার ৩

Oplus_16908288

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না দেওয়ায় একটি আবাসন প্রতিষ্ঠানের কার্যালয়ে সশস্ত্র হামলা ও গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হানকে গ্রেপ্তার করা হয় বলে জানান মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার সালেহ্ মুহম্মদ জাকারিয়া।
পল্লবী থানার এসআই সাচ্চু বিশ্বাস জানান, গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার বিকালে আলব্দিরটেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’-এর অফিসে ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। গুলিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম আহত হন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাইউম আলী খান আগেই থানায় জিডি করেছিলেন। তিনি জানান, প্রায় তিন সপ্তাহ আগে তার কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। এরপর ২৭ জুন ও ৪ জুলাই তার অফিসে দুই দফা হামলা হয়। সবশেষ শুক্রবার সশস্ত্র হামলা ও গুলির ঘটনা ঘটে।
চেয়ারম্যানের ছেলে আমিমুল এহসান বলেন, “চাঁদা না দেওয়ায় আমাদের প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সিসি ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।”
এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।