আজ বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বনশ্রীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

editor
প্রকাশিত জুলাই ১৫, ২০২৫, ০৪:২৬ অপরাহ্ণ
বনশ্রীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

Oplus_16908288

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার বনশ্রী সি ব্লকের ২ নম্বর রোডে অবস্থিত একটি ছয়তলা ভবনের ছয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগে।
সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ শুরু করে। পুলিশ ও স্থানীয়রা তাদের সহায়তা করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ছাদের এক পাশে প্রথমে আগুনের দেখা মেলে, যা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে বাসিন্দারা দ্রুত ভবন থেকে নেমে আসেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখা যায়, বনশ্রী ২৮ নম্বর বাড়ির ছয়তলার একটি কোণা থেকে আগুন জ্বলছে।
তবে, আগুনের সঠিক কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।