আজ রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নূর হোসেন

editor
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ণ

Sharing is caring!

Manual3 Ad Code

জুলফিকার শাহাদাৎ

 

Manual8 Ad Code

রক্তগোলাপ, রক্তগোলাপ, রক্ত কই
পাপড়িগুলো রক্তরাঙা, রক্তবই।
রক্ত কেন, রক্ত কিসের
কোথায় পেল এই যে গোলাপ রক্তজল!
রক্ত নিয়ে রক্তগোলাপ, কিসের ছল।
রক্ত তো নয়, রক্তরাঙা এক ছবি
সাহস এবং দ্রোহের পিদিম এক কবি
সেই সে কবি ধন্যমায়ের পুন্যলোক
ঘরে ঘরে নূর হোসেনের জন্ম হোক।

Manual4 Ad Code

 

 

 

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code