আজ বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের ছালামিটিলা এলাকার দুর্ভোগ—চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ

editor
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৫, ০১:২১ পূর্বাহ্ণ
মৌলভীবাজারের ছালামিটিলা এলাকার দুর্ভোগ—চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ

Sharing is caring!

Manual8 Ad Code

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী (মিকাঈল), ক্রাইম রিপোর্টারঃ

মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ছালামিটিলা এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক আলোকায়নের অভাব ও ভাঙা রাস্তার কারণে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এলাকাবাসীর পক্ষ থেকে জনস্বার্থে বিষয়টি সামনে আনা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছালামিটিলা এলাকার শেষ সীমানা থেকে শমশেরনগর রোডের শিমুতলা বাজার পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে। পাশাপাশি অপরদিকে সানঘাট (বটেরতল) পর্যন্ত আরেকটি সড়ক এবং এলাকার ভেতরে দেওয়ান পীরের নামক একটি সংযোগ সড়ক রয়েছে।

Manual2 Ad Code

প্রতিটি সড়কের দৈর্ঘ্য আনুমানিক দেড় থেকে ২ কিলোমিটার। ফলে এসব সড়ক মিলিয়ে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার এলাকায় প্রতিদিন নারী, শিশু, শিক্ষার্থী, কৃষক ও শ্রমজীবীসহ সাধারণ মানুষের নিয়মিত চলাচল হয়ে থাকে।

এলাকায় পল্লী বিদ্যুতের একাধিক খুঁটি স্থাপিত থাকলেও কোনো সড়কেই বৈদ্যুতিক বাতি বা ল্যাম্প পোস্ট না থাকায় সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।

এতে করে পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে এবং বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Manual4 Ad Code

এছাড়া উক্ত সড়কগুলোর বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় থাকায় বর্ষা মৌসুমে কাদা-পানি জমে যানবাহন ও পথচারীদের চলাচল আরও কষ্টসাধ্য হয়ে ওঠে। স্থানীয়দের মতে, দ্রুত এসব রাস্তা সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে।

Manual5 Ad Code

এলাকাবাসী মনে করেন, ইউনিয়ন পরিষদের উন্নয়ন ও জননিরাপত্তা খাতের আওতায় সড়ক আলোকায়ন এবং ভাঙা রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হলে এলাকার সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে এবং সার্বিক জীবনযাত্রার মান উন্নত হবে।

এ বিষয়ে এলাকাবাসী চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সদয় দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code