আজ সোমবার, ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠোঁটের পাতা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৬:০২ অপরাহ্ণ
ঠোঁটের পাতা

Sharing is caring!

Manual1 Ad Code

জেসমীন নূর প্রিয়াংকা

ভালোবাসার স্বপ্নগুলো
হৃদয় মাঝে রেখেছি ।
একটু একটু চুমোয় মাখা,
মায়ার জালে লিখেছি।

Manual3 Ad Code

লজ্জা সে তো চোখের মাঝে
মুক্ত করে রেখেছি।
একটু একটু করে দেখ
ডাইরির পাতায় লিখেছি।

Manual1 Ad Code

ভালোবাসা কালবৈশাখী
দেহের মাঝে বুঝেছি।
একটু একটু করে দেখ
ডাইরির পাতায় লিখেছি।

তোমার বলার শব্দ গুলো
মাতাল হয়ে শুনেছি।
একটু একটু করে দেখ
ঠোঁটের পাতায় লিখেছি।

হাওয়ায় গতি চলার স্মৃতি
মনে কাছে জেনেছি।
একটু একটু করে দেখ
মনের পাতায় লিখেছি।

ফাগুনের ভরা আগুন
ধরনীতে মেখেছি।
একটু একটু করে দেখ
পাতায় পাতায় লিখেছি।

Manual8 Ad Code

ঝরাপাতা মরা মনে
নতুন করে সেজেছি।
একটু একটু করে দেখ
বরষায় ভিজে লিখেছি।

কল্পনাতে ডুবে দেখ
কত ছবি এঁকেছি।
একটু একটু করে দেখ
বুকের মাঝে রেখেছি।

Manual7 Ad Code

জেসমীন নূর প্রিয়াংকা : সভাপতি , প্রজাপতি ফাউন্ডেশন

 

Manual1 Ad Code
Manual5 Ad Code