আজ রবিবার, ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঠোঁটের পাতা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৬:০২ অপরাহ্ণ
ঠোঁটের পাতা

Sharing is caring!

জেসমীন নূর প্রিয়াংকা

ভালোবাসার স্বপ্নগুলো
হৃদয় মাঝে রেখেছি ।
একটু একটু চুমোয় মাখা,
মায়ার জালে লিখেছি।

লজ্জা সে তো চোখের মাঝে
মুক্ত করে রেখেছি।
একটু একটু করে দেখ
ডাইরির পাতায় লিখেছি।

ভালোবাসা কালবৈশাখী
দেহের মাঝে বুঝেছি।
একটু একটু করে দেখ
ডাইরির পাতায় লিখেছি।

তোমার বলার শব্দ গুলো
মাতাল হয়ে শুনেছি।
একটু একটু করে দেখ
ঠোঁটের পাতায় লিখেছি।

হাওয়ায় গতি চলার স্মৃতি
মনে কাছে জেনেছি।
একটু একটু করে দেখ
মনের পাতায় লিখেছি।

ফাগুনের ভরা আগুন
ধরনীতে মেখেছি।
একটু একটু করে দেখ
পাতায় পাতায় লিখেছি।

ঝরাপাতা মরা মনে
নতুন করে সেজেছি।
একটু একটু করে দেখ
বরষায় ভিজে লিখেছি।

কল্পনাতে ডুবে দেখ
কত ছবি এঁকেছি।
একটু একটু করে দেখ
বুকের মাঝে রেখেছি।

জেসমীন নূর প্রিয়াংকা : সভাপতি , প্রজাপতি ফাউন্ডেশন