আজ বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বিপিএল শেষ পর্বে চিটাগং কিংস ও রংপুর রাইডার্স এর জয়

editor
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ণ
সিলেটে বিপিএল শেষ পর্বে চিটাগং কিংস ও রংপুর রাইডার্স এর জয়

Sharing is caring!

Manual7 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
শুরুতে পারভেজ হোসেন ইমনকে হারিয়েও মনোবল হারায়নি চিটাগাং কিংস। উসমান খান ও গ্রাহাম ক্লার্কের জুটি তাদের গড়ে দেয় ভিত।
শেষে হায়দার আলির ঝড়ে চিটাগাং পায় বড় সংগ্রহও। ওই রান তাড়ায় নেমে সিলেট স্ট্রাইকার্সের টপ অর্ডারে ব্যর্থতার পর জর্জ মানজি ও জাকের আলির চেষ্টা ব্যর্থই হয়েছে।
বিপিএলের ম্যাচে সোমবার (১৩ জানুয়ারি) সিলেটকে ৩০ রানে হারিয়েছে চিটাগাং কিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান করে চিটাগাং।
ওই রান তাড়ায় নেমে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রানের বেশি করতে পারেনি সিলেট।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম উইকেট হারায় চিটাগাং কিংস।
১০ বলে স্রেফ ৭ রান করে আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাসের জায়গায় নেওয়া হয় তাকে। আগের দিন লিটন সেঞ্চুরি করলেও ব্যর্থ হন ইমন।
তাকে হারালেও চিটাগাংকে পথ হারাতে দেননি উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। তাদের দুজনের জুটিতে ৩৯ বলে আসে ৬৮ রান। আরিফুল হকের বলে ক্যাচ তুলে দিয়ে উসমান আউট হলে এই জুটি ভেঙে যায়। ৩৫ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন তিনি।
গ্রাহাম ক্লার্কও সেঞ্চুরি তুলেই ফেরেন। ৩৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন তিনি। শেষদিকে ১৯ বলে ২৮ রান করেন মিঠুন। ৪ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ৪২ রান করেন হায়দার আলি।
রান তাড়ায় নেমে সুবিধা করতে পারেনি সিলেট। পাওয়ার প্লের ভেতরই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। ইনিংসের দ্বিতীয় বলেই নাবিল সামাদের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন পল স্টার্লিং।
৯ বলে ৭ রান করে আরেক ওপেনার রনি তালুকদার উইকেটের পেছনে ক্যাচ দেন। ১৯ বলে ২৫ রান করে আউট হয়ে যান জাকির হাসানও। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন জর্জ মানজি।
অ্যারন জোন্সের সঙ্গে ৩১ বলে ২২ রানের জুটির পর জাকের আলি অনিককে নিয়ে কনের ২৮ বলে ৬২ রান। হাফ সেঞ্চুরির পর অবশ্য ফিরে যান তিনি। ৩৭ বলে ৪ চার ও সমান ছক্কায় ৫২ রান আসে তার ব্যাট থেকে। শেষ পর্যন্ত অপরাজিত থেকে চেষ্টা চালালেও জয় এনে দিতে পারেননি। ২৩ বলে ৪৭ রান করেন তিনি।
দিনের অপর ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএল সিলেট শেষ পর্বে রংপুর রাইটার্স ৮ রানে জয়লাভ করেন।
Manual1 Ad Code
Manual4 Ad Code