আজ শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ মুজিবের নাম-গ্রাফিতি মুছলো ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা

editor
প্রকাশিত মে ৮, ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ণ
শেখ মুজিবের নাম-গ্রাফিতি মুছলো ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা

Oplus_16908288

Sharing is caring!

ঢা:বি: প্রতিনিধিঃ
শেখ মুজিবুর রহমানের নাম ও গ্রাফিতি মুছে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের গেট থেকে তারা শেখ মুজিবের নাম ফলক ও ছবি মুছে দেন।
এ সময় মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, মুজিব থেকে হাসিনা, ফ্যাসিবাদ মানি না-স্লোগান দেন ছাত্রদল নেতাকর্মীরা।
এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু বলেন, জনগণের কষ্টার্জিত টাকায় স্বৈরাচারী হাসিনা তার বাবার বিভিন্ন নামফলক স্থাপন করে এবং দেবতা হিসেবে জনগণের সামনে হাজির করে।
আমরা গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত জাতীয়তাবাদী সৈনিকরা এসব ফ্যাসিবাদী সিগনেচার অপসারণ করে দিয়েছি এবং আমাদের এই ধারা অব্যাহত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে যাতে কোনও স্বৈরাচার আর জন্ম না নিতে পারে সেই লক্ষ্যেই আমাদের এইসব ফ্যাসিবাদী নিদর্শন বিনষ্ট করা।
স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ফেরদৌস সিদ্দীক সায়মন বলেন, রাতের আঁধারে ক্যাম্পাসে এখনো জয় বাংলা লিখে চলে যায় নিষিদ্ধ ছাত্রলীগ অথচ প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। তার প্রতিবাদ স্বরূপ আমাদের এইসব ফ্যাসিবাদী নিদর্শন মুছে দেওয়া।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের গণশিক্ষা সম্পাদক নাহিদ খন্দকার, শামসুন্নাহার হল ছাত্রদল নেত্রী মেহজাবিন আল মারজান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী আরিফুল ইসলাম, মিনহাজুর রহমান প্রান্ত, জাহিদুল ইসলাম পান্থ, মোহাম্মদ রনি, কাজী সুলতান মাহমুদ, তানজিব সারোয়ার ও সিদরাতুল মুনতাহা আলিফ।