Sharing is caring!

রবিউল ইসলাম রবি বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা এনজিও সমন্বয় কমিটির সভায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কার্যক্রম উপস্থাপন করা হয়েছে।
রোববার (১৮ মে) জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসন ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা। এতে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন প্রশিকার জোনাল ম্যানেজার নুর হোদা।
সভায় কার্যক্রম উপস্থাপনে তিনি বলেন, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশ ভিত্তিক সংস্থা, যা স্থানীয় সংগঠনের একটি নেটওয়ার্কের মাধ্যমে দারিদ্রদের মধ্যে স্বনির্ভরতা বৃদ্ধিতে কাজ করে। প্রশিকার গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলির মধ্যে রয়েছে: কৃষি পণ্য উৎপাদন, গবাদি পশু প্রতিপালন ও মৎস্য চাষ, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন অভিযোজন উদ্যোগ ও পরিবেশ ব্যবস্থাপনা, বহুবিধ ব্যবসা পরিচালনা এবং কর্মসংস্থান তৈরি করা।
সভায় তিনি আরও বলেন, প্রশিকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে ২৩ লক্ষ পরিবারের সদস্য সম্পৃক্ত হয়েছে এবং দারিদ্র্যমুক্ত হয়েছে প্রায় ১৩ লক্ষ পরিবার। জনসংগঠন বিনির্মাণ, আর্থিক সেবা প্রদান কর্মসূচি এবং সামাজিক সুরক্ষা সেবা কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণকে সেবা প্রদানের কাজ করছে প্রশিকা। এরই অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে নারী উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ক উঠান বৈঠক, শিবগঞ্জে আইনী সহায়তা বিষয়ক মতবিনিময় সভা, বগুড়া সদর উপজেলার ঝোপ গাড়িতে আইনি সহায়তা বিষয়ক মতবিনিময় সভা, শিবগঞ্জে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক উঠান বৈঠক, নন্দীগ্রামে আত্মহত্যা প্রবণতা রোধকল্পে সচেতনতামূলক আলোচনা সভা, বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহারে অসামর্থ্য ব্যক্তির মাঝে চলন সহায়ক উপকরণ বিতরণ।
এছাড়াও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবেশী ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও খাদ্যদ্রব্য বিতরণ এবং গ্রামের অসচ্ছল পরিবারদের মাঝে অসুস্থতাজনিত সহায়তা প্রদান করেছে প্রশিকা।
উপস্থাপনা শেষে জেলা প্রশাসক মহোদয় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।