আজ রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে দুর্নীতি বিরোধী স্কুল-বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

editor
প্রকাশিত মে ২৪, ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ণ
জুড়ীতে দুর্নীতি বিরোধী স্কুল-বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Sharing is caring!

Manual1 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী:

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নির্দেশনায় মৌলভীবাজারের জুড়ীতে দুর্নীতি বিরোধী স্কুল-বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২২ মে) জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আনোয়ার এর সভাপতিত্বে এবং জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম (তারা মিয়া মাস্টার), উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ ফরহাদ আহমেদ, জুড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজহারুল ইসলাম, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক আলী প্রমূখ।

দিনব্যাপী উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ ফরহাদ আহমেদ। বিচারকের দায়িত্ব পালন করেন শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক মোঃ সাইফ উদ্দিন, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার প্রভাষক (বাংলা) মোঃ ইয়াছির আরাফাত ও জুড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর (পদার্থ) মোঃ সোহেল রানা।

Manual2 Ad Code

অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলে উত্তীর্ণ হয় “হাজী সোনা মিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ দলে উত্তীর্ণ হয় “জুড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সবাই সচেতন হলেই কেবল দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্ম যেন দুর্নীতির কালো ছায়ার কড়াল গ্রাসে না পড়ে সেই লক্ষ্যে শিক্ষার্থীদের এখন থেকেই দুর্নীতি বিরোধী চেতনায় উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে।

Manual1 Ad Code
Manual7 Ad Code